জান্তা সরকার ক্ষমতা গ্রহণের দুই বছর পর দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এই জ্বালানি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, শেভরনের শেয়ার মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ ও থাইল্যান্ডভিত্তিক পিআইটি এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের কাছে বিক্রি করছে তারা।
জাস্টিস ফর মিয়ানমার বলছে, ইয়াদানা গ্যাস প্রকল্প জান্তা সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। এই প্রকল্প থেকে অর্থায়ন নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায় জান্তা। শেভরনের ৪১ শতাংশ শেয়ার দুই প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে। থাইল্যান্ডের প্রতিষ্ঠানটি গ্যাস প্রকল্পের ৬২ শতাংশের মালিক।
থাইল্যান্ড আর মিয়ানমারের জন্য জ্বালানির অন্যতম উৎস এই ইয়াদানা গ্যাস ফিল্ড। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এই দেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় শেভরন।