ভাইরাল মল্টবট: সুবিধার সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন

মল্টবট
মল্টবট | ছবি: সংগৃহীত
0

অ্যানথ্রোপিকের ক্লড মডেলের ওপর ভিত্তি করে তৈরি ওপেন সোর্স এআই অ্যাসিস্ট্যান্ট মল্টবট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। শুরুতে এর নাম ছিল ক্লডবট, তবে ট্রেডমার্ক জটিলতার কারণে পরে নাম পরিবর্তন করা হয়।

‘এআই যা সত্যিই কাজ করে’—স্লোগান নিয়ে তৈরি সফটওয়্যারটি হোয়াটসঅ্যাপ ও স্ল্যাকের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করে এবং গিটহাবে প্রশংসা কুড়াচ্ছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি উঠে এসেছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা। সম্প্রতি মর্নিং ব্রু এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মল্টবটের মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন কাজ সহজ করা—যেমন ক্যালেন্ডারের সারসংক্ষেপ দেওয়া, বার্তার উত্তর তৈরি করা বা বিভিন্ন তথ্য সংক্ষেপে উপস্থাপন করা।

প্রতিবেদনের বলা হয়, সাইবার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এআই অ্যাসিস্ট্যান্ট মল্টবটে ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার বা সার্ভারে চলার কারণে এটি ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণের শিকার হতে পারে। যার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতেই মল্টবট ব্যবহার করছে নতুন ব্যবহারকারীরা।

এছাড়া এআই অ্যাসিস্ট্যান্ট মল্টবট ব্যবহার করতে হলে ওপেনএআই বা অ্যানথ্রোপিকের সাবস্ক্রিপশন প্রয়োজন হয়, যার খরচ তুলনামূলক অন্যান্য এআই সার্ভিসের চেয়ে বেশি।

আরও পড়ুন:

বিশ্লেষকরা বলেছেন সবচেয়ে বড় ঝুঁকি হলো, এতে ক্লাউডকম্পিটিং নয়, বরং এটি ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার বা সার্ভারে চলে। তাই ‘প্রম্পট ইনজেকশন’ সাইবার আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

তবে ঝুঁকি কমাতে নির্মাতারা আলাদা কম্পিউটারে মল্টবট চালানোর পরামর্শ দিচ্ছেন। তবে এতে মল্টবট ব্যবহার জটিল হয়ে পড়ে বলে জানিয়েছে ব্যবহারকারীরা।

এদিকে ব্যবহারকারীদের আলোচনায় ক্লাউডফ্লেয়ার টানেল ব্যবহারের কথা উঠলে চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদরে বড় ধরনের ওঠা নামা দেখা যায়, যদিও মল্টবট জানিয়েছে ক্লাউডফ্লেয়ারের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!