বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা বিওয়াইডি চীনের বাজারের বাইরে দ্রুত সম্প্রসারণ করছে, যেখানে অতিরিক্ত মূল্য যুদ্ধের মধ্যে রয়েছে। পাকিস্তানের এই কারখানাটি উদীয়মান বাজার থেকে ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা করবে এবং কোম্পানিকে পাকিস্তান সরকারের দেয়া প্রণোদনার সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে।
বিওয়াইডি ও পাকিস্তানি ইউটিলিটি হাব পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান মেগা মোটর কোম্পানির অংশীদারিত্বে করাচির কাছে এপ্রিল মাস থেকে এই প্ল্যান্টটির নির্মাণ কাজ চলছে।





