নিজেদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করলো অ্যাপল

অ্যাপল ওএস ২৬
অ্যাপল ওএস ২৬ | ছবি: সংগৃহীত
0

বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে নিজেদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করলো অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেম আইওএস-টোয়েন্টি সিক্সে যুক্ত করা হয়েছে লিকুইড গ্লাস নামের নতুন ইন্টারফেস।

সিরি ও অন্যান্য অ্যাপ্লিকেশন আরও স্মার্ট করে তুলতে চালু করা হয়েছে নিজস্ব এআই মডেল। যার মাধ্যমে আরও সহজ হবে লাইভ ট্রান্সলেশন।

এছাড়াও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আইফোন স্ক্রিনে প্রদর্শিত ছবির তথ্য পাওয়া যাবে সহজেই। সম্মেলনে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, শিগগিরই ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হবে প্রযুক্তি।

এএইচ