নতুন প্রযুক্তির সব গাড়ি নিয়ে সাংহাই অটো শো টুয়েন্টি টুয়েন্টি ফাইভ

সাংহাই অটো শো তে বিভিন্ন গাড়ি
সাংহাই অটো শো তে বিভিন্ন গাড়ি | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো অটোমোটিভ ওয়ার্ল্ডের অন্যতম আকর্ষণ সাংহাই অটো শো টুয়েন্টি টুয়েন্টি ফাইভ। যেখানে এক ছাদের নীচে বিশ্বের নামী দামী সব অটোমোবাইল ব্র্যান্ড তাদের নতুন প্রযুক্তির গাড়ি নিয়ে হাজির হয়েছিল। তবে কোন গাড়িগুলো এবারে আসরে সবার মনোযোগ কেড়েছে তাই জানবো এবার।

এপ্রিলের ২৩ তারিখে শুরু হয়ে ২ মে শেষ হওয়া এবারে র সাংহাই অটো শো বরাবরের মতই আয়োজক, অংশগ্রহণকারী ও দর্শকদের সমন্বয়ে সফল এক একটি আয়োজন। বরাবরের মতই এবারো বিশ্বের নামী দামী সব অটোমোবাইল নির্মাতা তাদের নতুন টেকনোলজি ও ডিজাইনের গাড়ি নিয়ে এই মেলায় হাজির হয়েছিলেন।

এবারে মেলায় চীনা প্রযুক্তির জয়জয়কার ছিল। বিশেষজ্ঞরা বলছেন মোটরগাড়ি শিল্পে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের প্রকৃত মাত্রা প্রকাশ পেয়েছে এবারের অটো শোতে। অতীতের চাইতে এবারই সবচেয়ে বেশি রাস্তার জন্য প্রস্তুত, শক্তি ও প্রযুক্তিতে ভরপুর গাড়ি এসেছে।

এবারের আসরের সবচেয়ে নজরকাড়া গাড়ি শাওমি এসইউ সেভেন আল্ট্রা। এই হাইপার সেডানটি মূলত ১ হাজার ১৩৮ কিলোওয়াট শক্তিসম্পন্ন এবং ১ হাজার ৫৪৮ হর্সপাওয়ারের বৈদ্যুতিক গাড়ি। এটি ১ দশমিক নয় আট সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এবং পাঁচ মাত্র দশমিক আট ছয় সেকেন্ডে শূন্য থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে পারে।

কার্বন ফাইবার ছাদ, ২৮৫ কেজির ম্যাক্সিমাম ডাউনফোর্স, ৪৩০ মিলিমিটার কার্বন সিরামিক ব্রেক, ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের টর্ক-ভেক্টরিং সিস্টেম এবং অ্যাডাপ্টিভ ড্যাম্পার সহ ডুয়াল-চেম্বার এয়ার স্প্রিং থাকছে এই গাড়িতে।

গ্রেট ওয়াল মোটর কোম্পানি লিমিটেড-জিডব্লিউএমের ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড হুক মূলত একটি এসইউভি ক্যাটাগরির বিইভি যাতে প্লাগ ইন হাইব্রিড ফোর পয়েন্ট জিরো লিটার টুইন-টার্বো ভি এইট ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮ হাজার আরপিএম এ পৌঁছাতে পারে।

হুক মূলত তাদের রেগুলার ট্যাঙ্ক থ্রি হান্ড্রেডের একটি আপগ্রেডেড ভার্শন। এতে লাইভ ফ্রন্ট ও রিয়ার এক্সেলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট সাসপেনশন থাকছে। এছাড়াও এটি এর রেগুলার ভার্শন থেকে বেশ উঁচু।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই তাদের মায়েক্সট্রো এস এইট হান্ড্রেড লাক্সারি সেডান নিয়ে এসেছে আরেক চীনা অটোমোবাইল কোম্পানি যেএসিকে সহযোগী করে। এর ইভি ভার্শনে থাকছে ৯৪ দশমিক ৩৬৪ কিলোওয়াট প্রতি ঘণ্টা ব্যাটারি প্যাক এবং ৭০২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। ইতিমধ্যেই এই গাড়ির ২ হাজার ১০৮টি প্রি-অর্ডার পেয়েছে প্রস্তুতকারক।

এএইচ