পছন্দের আইফোনের দাম, আগেই ছিল আকাশছোঁয়া, এখন চলে যেতে পারে নাগালের আরও অনেক অনেক দূরে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের প্রভাবে আইফোনের মতো ভোক্তা পণ্যের ওপর প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি।
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল যদি শুল্ক বাবদ বাড়তি খরচে ভোক্তাদের দিকে ঠেলে দেয়, তাহলে খুচরা পর্যায়ে আইফোনের দাম বাড়বে ৪০ শতাংশ, বিশ্লেষণে উঠে আসছে এমনটাই।
ভিয়েতনাম আর ভারতে অ্যাপল অনেক কারখানা সরিয়ে নিলেও আইফোনের বড় অংশ এখনও তৈরি হয় চীনে । যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশটির ওপরই সবচেয়ে বেশি, ৫৪ শতাংশ, শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন শুল্কের বোঝা চেপেছে বাকি দুই দেশের ওপরও । শুল্ক অব্যাহত থাকলে কঠিন সংকটে পড়তে হবে আইফোন উৎপাদক যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপলকে। বৃহস্পতিবার পুঁজিবাজারে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে অ্যাপল, বাজারমূল্য কমেছে সাড়ে নয় শতাংশ।
যুক্তরাষ্ট্রের মিজুহো সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ স্টিভেন রিচিউতো বলেন, ‘ভোক্তারা নিজেদের পকেট থেকে খরচ করতে চাইবেই না। তাই বাড়তি খরচের কিছুটা হলেও উৎপাদককে বহন করতেই হবে।’
সবশেষ মডেল আইফোন সিক্সটিনের সস্তা সংস্করণের দাম ৮শ' ডলার, যে বেড়ে দাঁড়াতে পারে ১১শ' ৪২ ডলারে। নিউইয়র্কভিত্তিক আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান রোজেনব্ল্যাট সিকিউরিটিজের বিশ্লেষণ বলছে, এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে দামী সংস্করণ, ৬ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে আর এক টেরাবাইট স্টোরেজের সিক্সটিন প্রো ম্যাক্সের দাম ১৬শ' ডলার থেকে বেড়ে ২৩শ' ডলার ছুঁতে পারে।
সস্তা বা দামী, দু'ক্ষেত্রেই ৪৩ শতাংশ বাড়তি দাম গুণতে হতে পারে ভোক্তাদের। সম্ভাব্য মূল্যবৃদ্ধির জেরে অ্যাপলের স্মার্টফোনের বাজার পড়ে গেলে সে বাজার ধরার সুযোগ লুফে নিতে উঠে পড়ে লাগতে পারে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং।
যুক্তরাষ্ট্রের সামিট প্লেস ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্সের প্রেসিডেন্ট লিজ মাইলার, ‘সারা বিশ্বে সবকিছুর দাম বাড়ছে। এই বাড়তি দামটা ভোক্তাদের ঘাড়েই চাপবে। এই চাপ ব্যবসায়ীদের মাঝেও প্রবাহিত হবে।’
বছরে ২২ কোটি আইফোন বিক্রি করে অ্যাপল। সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে। বিশ্লেষকরা বলছেন, প্রধান বাজারগুলোতে আইফোনের বিক্রি কমেছে আগেই। অনেক ক্রেতাই বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে দু'তিন বছর ধরে আইফোনের দাম পরিশোধ করেন।
প্রতি বছরের মতোই আসছে সেপ্টেম্বরেও আইফোনের নতুন সিরিজ সেভেনটিন বাজারে আসার আগে পুরোনো মডেলের দাম না বাড়ানোর অনুরোধ অনেকের।