এক বিবৃতিতে অ্যাপটি জানায়, ভবিষ্যতে উন্নত ভয়েস ইন্টিগ্রেশন সলিউশন নিয়ে কাজ করবে কোম্পানিটি। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট কার্যকর আছে।
মূলত এক বছরেরও বেশি সময় ধরে আইফোন ব্যবহারকারীরা গুগল অ্যাসিস্ট্যান্ট সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে আসছিল। এর মধ্যে অনেকেই দেখতে পান অ্যাপে থাকা ভয়েস কমান্ড সুবিধা একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
ওয়েজ জানায়, এক বছরেরও বেশি সময় ধরে ফিচারটি আইফোনে কাজ করছে না। যে কারণে আইওএসে গুগল অ্যাসিস্ট্যান্টের প্যাচ আনার পরিবর্তে সুবিধাটি একেবারে সরিয়ে নেয়ার ঘোষণা দিল প্লাটফর্মটি।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কতদিন ওয়েজের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা পাবে সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে গুগল জানিয়েছে শিগগিরই গুগল ব্যবহারকারীদের অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে নিয়ে যাবে।
ওয়েজের তথ্যানুযায়ী, নির্ধারিত সময়ের পর থেকে ব্যবহারকারীরা তাদের সেলফোন থেকে আর ক্লাসিক গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবে না। চলতি বছরের শেষ দিকে অ্যাপ স্টোর থেকেও এটি ডাউনলোডের সুবিধাও আর থাকবে না।