অনলাইন সার্চ ব্যবসা নিয়ে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলা থেকে মূলত এ প্রস্তাবগুলো এসেছে। গত আগস্টে মার্কিন ডিস্ট্রিক জজ অমিত মেহতা এক রায়ে বলেন, ‘সার্চ ইঞ্জিন ব্যবসায় গুগল অবৈধভাবে তার প্রতিযোগীদের ধ্বংস করেছে।’ তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে গুগল আপিল করার কথা জানিয়েছিল।
গত সোমবার জমা দেয়া এক আইনি নথিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে গুগলের সার্চ বিষয়ক আয় বণ্টন চুক্তি অব্যাহত রাখার পাশাপাশি তাদের বর্তমান অফারগুলোকে সম্প্রসারণের সুযোগ দেয়া উচিত।
যার মধ্যে বিভিন্ন ডিফল্ট সার্চ ইঞ্জিনগুলোকে বিভিন্ন প্লাটফর্ম এবং ব্রাউজিং মোডে ব্যবহারের করার ব্যবস্থা রয়েছে। গুগলের প্রস্তাবিত পরামর্শ অনুযায়ী প্রতি ১২ মাসে নিজেদের ডিফল্ট সার্চ সেবা প্রদানকারী পরিবর্তন সুযোগ পাবে অংশীদাররা।
তবে গুগলের প্রস্তাবিত পরামর্শগুলো গত মাসে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) এর দেয়া প্রস্তাবনার সম্পূর্ণ বিপরীতে। ডিওজে আইনজীবীরা গুগলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করার প্রস্তাব দিয়েছিল।
প্রযুক্তি খাতে গুগলের আধিপত্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগ নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এ দাবি করা হয়েছে। ওয়েব ট্র্যাফিক ট্র্যাকিং সংস্থা স্ট্যাটকাউন্টার তথ্যানুসারে, বর্তমানে গুগলের সার্চ ইঞ্জিন অনলাইন সার্চের ক্ষেত্রে বিশ্বব্যাপী ৯০ শতাংশ বাজার হিস্যা ধরে রেখেছে।
তবে গুগলের পক্ষ থেকে বলা হয়, মার্কিন বিচার বিভাগের (ডিওজে) প্রস্তাবিত সমাধানগুলো বাস্তবায়ন করলে, তাদের ব্যবসার ক্ষতির কারণ হবে এবং তাদের ব্যবসায়িক অংশীদারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।—বিবিসি