প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম বন্ধের পথে অস্ট্রেলিয়া

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধের পথে অস্ট্রেলিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকবে না বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

আইন করার আগে অস্ট্রেলিয়া বয়স যাচাইকরণ পদ্ধতির ট্রায়াল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। যেখানে সরকারি শনাক্তকরণ অন্তর্ভুক্ত থাকবে।

এমনকি সংস্থাগুলোকে ট্রায়াল শেষে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে ব্যবহৃত ব্যক্তিগত ডেটা ধ্বংস করারও নিদের্শ রয়েছে।

যা এখন পর্যন্ত যেকোনো দেশের দ্বারা আরোপিত কঠিন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে মেটা প্লাটফর্মের ইনস্টাগ্রাম এবং ফেসবুক, বাইটড্যান্সের টিকটক এবং ইলন মাস্কের এক্স এবং স্ন্যাপচ্যাটের ওপর প্রভাব পড়বে।

এই পদ্ধতি অনুসরণে ব্যর্থ হলে সামাজিক মাধ্যমগুলোকে ৩ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত জরিমানা করার প্রস্তাবও রাখা হয়েছে।

ইএ