প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

নতুন পেট্রোল ভেহিক্যাল উন্মোচন আবুধাবি পুলিশের

চলতি বছরের জিটেক্স গ্লোবাল সম্মেলনে পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় পেট্রোল ভেহিক্যাল উন্মোচন করেছে আবু ধাবি পুলিশ। স্মার্ট অ্যান্ড অটোনোমাস সিস্টেম কাউন্সিলের সঙ্গে চুক্তির মাধ্যমে নতুন এ গাড়ি নিয়ে এসেছে দেশটির পুলিশ প্রশাসন। সম্প্রতি অ্যারাবিয়ান বিজনেসে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা স্তর ও কভারেজ এরিয়া বাড়ানোর জন্য দেশটির প্রশাসনে পেট্রোল গাড়িতে উন্নত প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

আবু ধাবি পুলিশের তথ্যানুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম গাড়িটি মূলত আবাসিক ও পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য চালু আনা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইন্টিগ্রেটেড ওয়্যারলেস কমিউনিকেশন সুবিধা থাকায় এতে রিমোট অপারেশনাল সুবিধা পাওয়া যাবে। ফলে সার্ভেইলেন্স ড্রোনের সঙ্গে যুক্ত করা যাবে। এছাড়াও গাড়িটিতে পুরোপুরি পরিবর্তনযোগ্য অভ্যন্তরীণ কাঠামো ব্যবহার করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী গঠন পরিবর্তন করে নেয়া যাবে।

এছাড়াও গাড়িটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি ভয়েস, ডাটা, ভিডিও এমনকি মানুষের আচরণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করতে পারবে। এর মাধ্যমে সড়কে সাধারণ জনগণের নিরাপত্তা আরো শক্তিশালী হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবুধাবি পুলিশ শহর ও গ্রামের যেকোনো জায়গার সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী ও জনগণবান্ধব করে তুলতে কাজ করছে।

এএইচ