প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

পোস্টে লোকেশন শেয়ারিংয়ের সুবিধা যুক্ত করছে থ্রেডস

নতুন লোকেশন ট্যাগিং ফিচার চালু করতে যাচ্ছে থ্রেডস। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো পোস্টে লোকেশন বা অব্স্থান সংক্রান্ত তথ্য যুক্ত করতে পারবে। এরইমধ্যে বেশ কিছু ব্যবহারকারী অ্যাপে নতুন পরিবর্তন দেখতে পেয়েছে বলে জানা গেছে। তবে সবার জন্য এখনও ফিচারটি চালু করা হয়নি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইনস্টাগ্রামের লোকেশন ট্যাগিংয়ের মতো থ্রেডসের ফিচারটি কাজ করবে। এক্ষেত্রে থ্রেডসকে লোকেশন ব্যবহারের অনুমতি দেয়ার পর বেশ কিছু জায়গার তালিকা ‍সামনে আসবে। তবে ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালি লোকেশন খুঁজতে পারবে।

মেটার ইন-অ্যাপ ডিসক্লেইমারের তথ্যানুযায়ী, লোকেশন শেয়ারিংয়ের সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের নির্দিষ্ট জায়গার পার্সোনালাইজড কন্টেন্ট দেখাতে সহায়তা করতে চায়। এছাড়াও ফিচারটি সার্চ অপশনেও পরিবর্তন আনবে।

প্রযুক্তিবিশারদদের মতে, ভবিষ্যতে থ্রেডসে বিজ্ঞাপন দেয়া শুরু করলে সেখানে নতুন এ ফিচার মেটার জন্য সহায়ক হবে। এক বিবৃতিতে মার্ক জাকারবার্গ জানান, বিজ্ঞাপন চালুর আগে প্লাটফর্মে আরো ফিচার ও সুবিধা চালু করা হবে।

নতুন এ ফিচারের বিষয়ে যোগাযোগ করা হলেও মেটার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিগগিরই ফিচারটি সবার জন্য চালু করা হবে বলে জানা গেছে।

এএইচ