মঙ্গলগ্রহে স্টারশিপের অবতরণ সক্ষমতা যাচাইয়ে চালানো হবে এই পরীক্ষা। যা সফল হলে ২০২৮ সাল নাগাদ মঙ্গলগ্রহে নভোচারী পাঠাবে স্পেস এক্স।
মাস্ক জানান, সবকিছু পরিকল্পনামাফিক চললে নভোচারী পাঠানোর ২০ বছরের মধ্যে মঙ্গলগ্রহে তৈরি করা হবে স্বনির্ভর শহর। চলতি দশকের শেষে চাঁদে নিয়মিত ভিত্তিতে যাত্রার লক্ষ্যে নতুন প্রজন্মের নভোযান নিয়ে কাজ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।