প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আইফোনের র‌্যাম বাড়াবে অ্যাপল

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তবে প্রযুক্তি খাতে আলোচনার শীর্ষে রয়েছে ১৭ সিরিজ। এর মধ্যে আগামী বছর বাজারে আসতে যাওয়া্ ডিভাইসে র‌্যাম বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।

২০২৫ সালে যেসব ডিভাইস বাজারে প্রবেশ করবে সেগুলোতে বেশ কিছু পরিবর্তন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে আইফোন ১৭ স্লিম ও প্রোমোশনের ১২০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধা অন্যতম।

সম্প্রতি চীনে ফাঁস হওয়া তথ্যানুযায়ী, আগামী বছর বাজারে প্রবেশ করতে যাওয়া আইফোনের র‌্যাম বেশি থাকবে। সে হিসেবে আইফোন ১৭ সিরিজের সব মডেলে ১২ জিবি র‌্যাম থাকবে।

অন্য প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১৬ সিরিজে ৮ জিবি র‌্যাম দেয়া হতে পারে। গত বছর শুধু আইফোন ১৫ প্রো মডেলে ৮ জিবি র‌্যাম দেয়া হয়েছিল।

বাকি ভ্যারিয়েন্টে আগের মতো ৬ জিবি র‌্যাম ছিল। এদিক থেকে প্রযুক্তিবিদদের মতে, অ্যাপল শেষ পর্যন্ত র‌্যামের তারতম্য থেকে বের হয়ে আসছে। শুধু পারফরম্যান্স বাড়ানোর জন্য র‌্যাম বাড়ানো হচ্ছে না বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

তবে সংশ্লিষ্টদের মতে এআই ফিচার ব্যবহারের সুবিধা দিতে এ উদ্যোগ নিয়েছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট। কেননা ডিভাইসে সরাসরি এআই ব্যবহারের জন্য বেশি প্রসেসিং পাওয়ার ও মেমোরি প্রয়োজন হয়।

অ্যাপলের আগে পিক্সেল ৯ সেলফোনের ক্ষেত্রে র‌্যাম বাড়ানোর এ উদ্যোগ নিয়েছিল। বর্তমানে স্ট্যান্ডার্ড মডেলেও ১২ জিবি র‌্যাম দেয়া হয়।— গিজমোচায়না

tech