এনগ্যাজেট প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, গুগল ফটোজ থেকে শুরু করে গুগল ড্রাইভ ও মেসেজের মতো পরিষেবা ব্যবহারের সুযোগ রয়েছে।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, গুগল এসেনশিয়াল অ্যাপে শুধু যে বেশি ব্যবহৃত পরিষেবার শর্টকাট থাকবে তা নয় এর পাশাপাশি অ্যাকাউন্টের তথ্যও থাকবে।
পাশাপাশি ডকুমেন্ট, ছবি ও গেমও সংরক্ষণ করা যাবে। নির্ধারিত কিছু ব্যবহারকারীকে দুই মাসের জন্য ১০০ জিবি ওয়ান ক্লাউড স্টোরেজ ট্রায়লের সুবিধাও দেয়া হবে।
ব্লগ পোস্টের তথ্যানুযায়ী, এইচপির স্পেক্ট্রা, এনভি, প্যাভিলিয়ন, ওমেন ও ভিকটাস মডেলের মাধ্যমে প্রথমে অ্যাপটি চালু হবে। পর্যায়ক্রমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত অন্যান্য কম্পিউটারেও এ অ্যাপ ব্যবহারের সুবিধা চালু হবে।
প্রযুক্তিবিদদের মতে গুগলের বিভিন্ন পরিষেবা এক জায়গায় আনার বিষয়টি অনেকটা উইন্ডোজের লাইভ এসেনশিয়ালের মতো। এখানে মাইক্রোসফটের মেইল, মুভি মেকার, মেসেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ এক জায়গায় ছিল। বর্তমানে ইন্টারনেট আর্কাইভে উইন্ডোজ লাইভ এসেনশিয়ালের একটি ইনস্টলার রয়েছে।