প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

রাশিয়া ও ভেনেজুয়েলায় সিগন্যাল অ্যাপ বন্ধ

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল বন্ধ করে দিয়েছে রাশিয়া ও ভেনেজুয়েলা। দ্য ভার্জ এ প্রকাশিত প্রতিবেদনের বরাতে এনগ্যাজেটের খবরে এ তথ্য জানা গেছে। রাশিয়ান সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স সিগন্যাল অ্যাপ বন্ধের বিষয়ে প্রথম জানিয়েছে।

দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মূলত সন্ত্রাসী ও চরমপন্থীরা যেন কোনো উদ্দেশ্য সাধনে অ্যাপটি ব্যবহার করতে না পারে সেটি নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল রাশিয়া। কিন্তু প্লাটফর্মটি তা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে রসকমনাডজর।

সাইবার নিরাপত্তা বিষয়ে অনুসন্ধানকারী নেটব্লকস এক্সে দেয়া পোস্টে নিশ্চিত করেছে যে, অধিকাংশ ইন্টারনেট পরিষেবা কোম্পানির সংযোগ থেকে সিগন্যাল ব্যবহারের সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে।

নেটব্লক আরও জানায়, সিগন্যালের সেটিংসে থাকা সেন্সরশিপ সারকামভেনশন চালু করার মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে।

অন্যদিকে ‍জুলাইয়ের শেষ দিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকে সিগন্যাল অ্যাপ ব্যবহার বন্ধ রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যানুযায়ী, দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ কোনো প্রমাণ না দিয়েই নিকোলাস মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেছে। এর ফলে মাদুরোর প্রতিপক্ষ এডমুন্ডো গঞ্জালেজের সমর্থকরা বিক্ষোভ শুরু করেছে।

দুটি দেশই সিগন্যালসহ আরো কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ রেখেছে। চলতি সপ্তাহে ১০ দিনের জন্য এক্স ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মাদুরো। তার অভিযোগ ইলোন মাস্ক তার প্লাটফর্মে বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নীতিমালা ভঙ্গ করেছে।

tech