প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ইনস্টাগ্রামে যুক্ত করা যাবে ২০টি ছবি

ছবি ও ভিডিও শেয়ারিংয়ের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বর্তমানে এর জনপ্রিয়তা ও ব্যবহার বাড়ছে। ব্যবহারকারীদের সুবিধার্তে এবার ছবি-ভিডিও আপলোডের সংখ্যা বাড়িয়েছে মেটা মালিকানাধীন কোম্পানিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমটির এক মুখপাত্র এনগ্যাজেটকে জানান, বর্তমানে ছবি আপলোড বা যুক্ত করার সুবিধা ১০ থেকে ২০টিতে উত্তীর্ণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অংশে থাকা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে আপডেট পৌঁছে দেয়া হবে।

ইনস্টাগ্রামের আগে ২০০০ সালের দিকে ফেসবুকে এক সাথে অনেক ছবি দেয়ার সুবিধা চালু হয়েছিল। সে সময় স্মার্টফোন মাত্র বাজারে প্রবেশ করছিল। ফলে ডিজিটাল ক্যামেরার ছবি ছাড়া সেভাবে কিছু আপলোড করা যেত না।

২০১৭ সালের দিকে ইনস্টাগ্রামে প্রথম ক্যারোসেল পোস্ট ফরম্যাট চালু হয়। তবে এখন পর্যন্ত ১০টির বেশি ছবি যুক্ত করার সুবিধা ছিল না। এরপর ক্যারোসেলের আরো বেশ কিছু ফিচার পরীক্ষা করেছে ইনস্টাগ্রাম। এর মধ্যে যেকোনো পোস্ট থেকে একটি ছবি মুছে দিয়ে পুনরায় পোস্ট দেয়া বা গান যুক্ত করার মতো ফিচার ছিল।

tech