প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ডিজনির ভিডিও স্ট্রিমিং পরিষেবা ব্যয় বাড়ছে

অক্টোবর থেকে ভিডিও স্ট্রিমিং পরিষেবা ব্যয় বাড়াতে যাচ্ছে ডিজনি। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। বিজ্ঞাপনযুক্ত ডিজনিপ্লাস ব্যাসিক পরিকল্পনার মাসিক ব্যয় ৮ ডলার থেকে বেড়ে ১০ ডলারে উন্নীত হবে।

অন্যদিকে বিজ্ঞাপনমুক্ত ডিজনিপ্লাস প্রিমিয়াম পরিকল্পনার মাসিক খরচ ১৪ ডলার থেকে বেড়ে ১৬ এবং বার্ষিক খরচ ১৪০ থেকে ১৬০ ডলারে ‍উন্নীত হবে।

অন্যদিকে হুলুর মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ থেকে ১০ ডলার এবং বাৎসরিক ফি ৮০ থেকে ১০০ ডলারে উন্নীত হবে। ইএসপিএনপ্লাসের সাবস্ক্রিপশন ফিও বাড়ছে। প্রতি মাসে এটি ব্যবহারের ব্যয় ১১ থেকে ১২ ডলার এবং বার্ষিক ফি ১১০ থেকে ১২০ ডলারে উন্নীত হবে।

প্লাটফর্মটির বিভিন্ন ভিডিও স্ট্রিমিং পরিষেবার মধ্যে শুধু একটি কম্বো প্যাকেজে পরিবর্তন আসছে। এটি হলো বিজ্ঞাপনযুক্ত ডিজনি বান্ডেল ‍ডুয়ো ব্যাসিক। এতে ডিজনিপ্লাস ও হুলু দুটিই রয়েছে। কম্বো প্যাকেজের ফি ১০ থেকে ১১ ডলারে উন্নীত হবে।

চলতি বছরের শুরুতে একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছিল প্লাটফর্মটি। এর সঙ্গেই সাবস্ক্রিপশন ফি পরিবর্তনের তথ্য প্রকাশ্যে এলো। অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সাবস্ক্রাইবারদের দুটি প্লেলিস্ট দেখার সুবিধা দেবে।

tech