তথ্য-প্রযুক্তি
0

বছরের তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সে সাবস্ক্রাইবার বেড়েছে ৫১ লাখ

বছরের তৃতীয় প্রান্তিকে ৫১ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স। দেশে দেশে যোগ দিয়েছে ৫০ শতাংশ নতুন গ্রাহক।

প্রতিবেদন প্রকাশের পরপরই বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুঁজিবাজারে নেটফ্লিক্সের শেয়ারদর বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট শেয়ারদর বেড়েছে ৪৭ শতাংশ।

রাজস্বও বেড়ে দাঁড়িয়েছে ৯৮২ কোটি ডলার। ছুটির সময় কোরিয়ান ড্রামা ‘স্কুইড গেম’ নতুন করে শুরুর সময়েই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা বাড়বে বলে ধারণা ছিল।

এসএস