কোম্পানি ও বাজার সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ডিইউভি ব্যবহারের মাধ্যমে এসএমআইসির ফাইভ ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ তৈরিতে খরচ বেশি হওয়ার পাশাপাশি উৎপাদন সক্ষমতা কম থাকার কারণে কোম্পানি নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।
চিপ উৎপাদনকারী হিসেবে চীনের বাজারে শীর্ষে রয়েছে এসএমআইসি। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি নেদারল্যান্ডস থেকে রফতানি সংক্রান্ত বিধিনিষেধের কারণে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উন্নত এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ই্ইউভি) প্রযুক্তি ব্যবহারের সুবিধা না থাকায় এসএমআই বর্তমানে পুরোনো ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি (ডিইউভি) মেশিনের ওপর নির্ভরশীল। এর ফলে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং ফাউন্ড্রির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে এসএমআইসি।
গুঞ্জন রয়েছে ডিইউভি লিথোগ্রাফি ব্যবহার করে এসএমআইসি বর্তমানে ফাইভ ন্যানোমিটার প্রযুক্তির উন্নয়নে এসএমআইসি কাজ করছে। প্রযুক্তিবিদদের মতে, এ প্রযুক্তির কল্যাণে বিদ্যুৎ ব্যবহার কমানো সম্ভব হলেও হুয়াওয়ের ব্যবহার উপযোগী করে তোলার জন্য উৎপাদন খরচ কমাতে হবে।
মেট ৭০ স্মার্টফোনে আসলে কোন চিপসেট ব্যবহার করা হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে সেভেন ন্যানোমিটারের প্রযুক্তিতে তৈরি চিপ ব্যবহার করা হতে পারে। তবে ফাইভ ন্যানোমিটারের চিপ তৈরিতে এসএমআইসির সফলতা হুয়াওয়ের ভবিষ্যত ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাতের উদ্যোগকে প্রভাবিত করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। —গিজমোচায়না