যার কারণে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার শঙ্কা বাড়ায় নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। এ আওতায় যুক্তরাষ্ট্রে বিক্রয় বন্ধের পাশাপাশি এরই মধ্যে ব্যবহৃত সফটওয়্যারগুলোও আপডেট দিতে সক্ষম হবে না ক্যাসপারস্কি। যা ২৯ সেপ্টেম্বর থেকে পুরোপুরি কার্যকর হবে।
সংস্থাটি দীর্ঘদিন ধরে মার্কিন নিয়ন্ত্রকদের লক্ষ্যবস্তু। এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রাশিয়ান গোয়েন্দাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ফেডারেল নেটওয়ার্ক থেকে ক্যাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস পণ্য নিষিদ্ধ করেছিল।
বিশ্বে ৪০ কোটির বেশি ব্যবহারকারী এবং দুই লাখ ৭০ হাজার কর্পোরেট ক্লায়েন্টদের পরিষেবা দিচ্ছে ক্যাসপারস্কি।