ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন যেভাবে

9

টেক জায়ান্ট মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই।ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হোয়াটসঅ্যাপ বেশ কিছু পদ্ধতি জানিয়েছে।

রিভিউ রিকুয়েষ্ট

যদি কেউ মনে করে হোয়াটসঅ্যাপ ভুলবশত অ্যাকাউন্ট ব্যান করেছে তাহলে ব্যবহারকারী অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের কাছে আবেদন করতে পারবে। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ 'রিভিউ রিকুয়েষ্ট' নামে একটি অপশন রেখেছে। এক্ষেত্রে ব্যবহারকারীকে ব্যান অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ব্যান অ্যাকাউন্টে প্রবেশ করলে 'রিভিউ রিকুয়েষ্ট' নামে অপশনে ট্যাপ করে রিভিউয়ের জন্য আবেদন করতে হবে। হোয়াটসঅ্যাপ আবেদনটিকে পর্যালোচনা করে ব্যবহারকারীকে জানাবে অ্যাকাউন্ট সচল হবে নাকি ব্যান অবস্থায় থাকবে। মনে রাখতে হবে শুধুমাত্র একটি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে একবারই আবেদন করা যাবে।

হোয়াটসঅ্যাপ সাপোর্টে যোগাযোগ

কোনো ব্যবহারকারী দেখতে পায় অ্যাকাউন্ট ব্যান হয়েছে তাহলে তার করণীয় হবে হোয়াটসঅ্যাপ সার্পোট টিমের সঙ্গে যোগাযোগ করা। হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সাপোর্ট সেকশন থেকে হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা। তাদেরকে ব্যান হওয়ার কারণ ব্যাখ্যাসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম ব্যবহারকারীর আবেদন পর্যালোচনা করবে এবং যদি সম্ভব হয় পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে ব্যান হওয়া অ্যাকাউন্ট ফেরত দিবে। এই মেইলে যোগাযোগ করে পুনরুদ্ধার করতে পারবেন।

আপিল করা

ব্যবহারকারীদের স্থায়ীভাবে ব্যান হওয়া অ্যাকাউন্টগুলোর জন্য হোয়াটসঅ্যাপ একটি আপিল প্রক্রিয়া রেখেছে। তাদের ওয়েবসাইট বা অ্যাপে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করে আপিল আবেদন জমা দিতে হবে। তাদেরকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে  ব্যবহারকারীকে যে স্পাম, স্কাম, অন্য ব্যবহারকারীর ক্ষতি হয় এমন অ্যাক্টিভিটি করেনি সঙ্গে প্রাসঙ্গিক প্রমাণ দিতে হবে। এছাড়া ব্যবহারকারীকে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলী মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। আপিলের আবেদন পেলে হোয়াটসঅ্যাপ পর্যালোচনা শুরু করবে এবং ব্যবহারকারী অ্যাকাউন্ট ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা

ব্যবহারকারী দেখতে পায় তার অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যান হয়েছে এক্ষেত্রে ব্যানের মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করায় ভালো। এই সময়ে ব্যবহারকারীকে অবশ্যই হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাউডলাইন ভঙ্গ হতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। অ্যাকাউন্ট ব্যানের মেয়াদ শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস ফিরে পাবে ব্যবহারকারী।


হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা ব্লক সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions and Answers Regarding WhatsApp Account Ban or Block (FAQ)

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা ব্লক হয় কেন?

উত্তর: সাধারণত হোয়াটসঅ্যাপের নীতিমালা (Terms of Service) ভঙ্গ করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। যেমন: অবৈধ বা স্প্যাম মেসেজ পাঠানো, ক্ষতিকর বা বেআইনি কন্টেন্ট শেয়ার করা, বা অন্য ব্যবহারকারীরা ব্লক বা রিপোর্ট করলে।

প্রশ্ন: আমার অ্যাকাউন্ট স্থায়ীভাবে (Permanently) নাকি সাময়িকভাবে (Temporarily) ব্যান হয়েছে বুঝব কীভাবে?

উত্তর: আপনি অ্যাপ খোলার পর একটি মেসেজ দেখতে পাবেন। যদি মেসেজে সময় উল্লেখ করা থাকে (যেমন: 'You are banned for 24 hours'), তবে তা সাময়িক। কোনো সময় উল্লেখ না থাকলে এবং 'Support' অপশন দেখালে তা স্থায়ী বা পর্যালোচনার অধীনে।

প্রশ্ন: স্থায়ীভাবে ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি ফিরিয়ে আনা সম্ভব?

উত্তর: হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টটি ভুল করে ব্যান করা হয়েছে এবং আপনি নীতিমালা ভঙ্গ করেননি, তবে হোয়াটসঅ্যাপ সাপোর্টের কাছে আপিল (Appeal) করার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেলে আপিল করার প্রক্রিয়া কী?

উত্তর: যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলবেন, তখন "Support" অপশনটি দেখাবে। সেখানে ক্লিক করে আপনি কেন মনে করেন আপনার অ্যাকাউন্টটি ভুল করে ব্যান হয়েছে, তার একটি সংক্ষিপ্ত ও বিনয়ী ব্যাখ্যা লিখে আপিল করতে হবে।

প্রশ্ন: আপিলের পর হোয়াটসঅ্যাপের উত্তর পেতে কতক্ষণ সময় লাগে?

উত্তর: সাধারণত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আপনার আপিল পর্যালোচনা করে ইমেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। তবে কখনও কখনও আরও বেশি সময় লাগতে পারে।

প্রশ্ন: আপিল করার সময় কী ধরনের তথ্য দেওয়া উচিত?

উত্তর: আপিলের সময় আপনার ফোন নম্বর, দেশের কোড এবং কেন অ্যাকাউন্টটি ভুলক্রমে ব্যান করা হয়েছে, তার একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কারণ উল্লেখ করা উচিত।

প্রশ্ন: সাময়িকভাবে (Temporary) ব্লক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে কী করতে হবে?

উত্তর: সাময়িক ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্লক হয়ে থাকার সময় অ্যাপটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিমকে কি একাধিকবার আপিল করা যায়?

উত্তর: প্রথমবার আপিল করার পর তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই উত্তম। বারবার আপিল করলে আপনার কেসটি পর্যালোচনা হতে দেরি হতে পারে।

প্রশ্ন: আমার আপিল প্রত্যাখ্যান হলে করণীয় কী?

উত্তর: যদি আপনার আপিল প্রত্যাখ্যান হয়, তবে এর অর্থ সাধারণত আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্যান করা হয়েছে। সেক্ষেত্রে, আপনি আর সেই ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়ার আগে কি কোনো সতর্কতা দেয়?

উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে গুরুতর নীতিমালার লঙ্ঘনের জন্য কোনো সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট ব্যান করা হয়। তবে কখনও কখনও সাময়িক ব্লক বা বার্তা দেখিয়ে সতর্ক করা হয়।

প্রশ্ন: আমি কি একই মোবাইল নম্বর দিয়ে আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারব?

উত্তর: যদি আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান হয় এবং আপিলে তা বহাল থাকে, তবে সেই নম্বর দিয়ে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যাকআপ (Backup) কি ব্যান হওয়ার কারণে হারানো যায়?

উত্তর: আপনার চ্যাট ব্যাকআপ (Google Drive বা iCloud-এ সেভ করা) সাধারণত সুরক্ষিত থাকে, তবে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে না পারলে সেটি পুনরুদ্ধার করতে পারবেন না।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপের নীতিমালায় নিষিদ্ধ কিছু অভ্যাসের উদাহরণ কী?

উত্তর: স্বয়ংক্রিয় মেসেজ (Automatic Messaging) পাঠানো, বাল্ক মেসেজ (Bulk Messaging) পাঠানো, অজানা অনেক ব্যক্তিকে বারবার মেসেজ পাঠানো এবং থার্ড-পার্টি অননুমোদিত অ্যাপ ব্যবহার করা।

প্রশ্ন: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য?

উত্তর: হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও কমিউনিকেশন সংক্রান্ত একই নীতিমালা প্রযোজ্য এবং লঙ্ঘন করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে।

প্রশ্ন: ব্যান হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য হোয়াটসঅ্যাপকে কি ইমেল করা যায়?

উত্তর: হ্যাঁ, আপনি সরাসরি অ্যাপের "Support" অপশন ছাড়াও হোয়াটসঅ্যাপের সাপোর্ট ইমেল অ্যাড্রেসে ([email protected]) বা ([email protected]) যোগাযোগ করতে পারেন।

সেজু