প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি

গেম ফ্রেমিংয়ে নতুন আপডেট চালু করতে যাচ্ছে পাবজি

উন্নত গেমিং অভিজ্ঞতা নিশ্চিতে ফ্রেমিংয়ে নতুন আপডেট চালু করতে যাচ্ছে পাবজির নির্মাতা ক্রাফটন।

এক বিবৃতিতে কোম্পানি জানায়, 'শিগগিরই গেমাররা ১২০ এফপিএস মোডে খেলার সুযোগ পাবে। ভার্সন ৩.২-এ নতুন এ আপডেট চালু করা হবে। আগে গেমটিতে সর্বোচ্চ ৯০ এফপিএস সুবিধা পাওয়া যেত।'

তবে এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মেই আসবে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

পাবজি মোবাইল হলো একটি ফ্রি-টু-প্লে ব্যাটেল রয়্যাল ভিডিও গেম, যা টেনসেন্ট গেমের একটি বিভাগ লাইটস্পিড এবং কোয়ান্টাম স্টুডিও দ্বারা তৈরি করা হয়েছে। এটি প্রাথমিকভাবে ২০১৮ সালের ১৯ মার্চ অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য প্রকাশিত হয়েছিল।

পাবজি মোবাইল ক্রাফটন, টেনসেন্ট এবং ভিএনজি গেমসসহ বিভিন্ন অঞ্চলে একাধিক প্রকাশক দ্বারা প্রকাশিত হয়ে থাকে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর