প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা বন্ধ হতে যাচ্ছে। সম্প্রতি এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েডের (ডব্লিউএসএ) জন্য সাপোর্ট বন্ধ করে দেয়া হচ্ছে।

এক বিবৃতিতে মার্কিন কোম্পানিটি জানায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।

এর আগে ২০২১ সালে মাইক্রোসফট জানিয়েছিল যে, ব্যবহারকারীরা চাইলে উইন্ডোজ ১১-তেও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবে। এরপরের বছর চালু হওয়ার পর ব্যবহারকারীরা অ্যামাজনের অ্যাপস্টোর ও মাইক্রোসফট স্টোরে থাকা একাধিক অ্যাপ ইনস্টল করতে পারত।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, 'গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমরা সচেষ্ট। যে কারণে প্রতিনিয়ত আমাদের পণ্যে বিভিন্ন অফার যুক্ত হচ্ছে ও পরিবর্তন আসছে। এর মধ্যে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন ও পুরনো পণ্য সরিয়ে নেয়ার মতো বিষয় রয়েছে।’

মাইক্রোসফট সবসময় উন্মুক্ত প্লাটফর্ম ও ইকোসিস্টেম তৈরিতে আগ্রহী বলেও জানান তিনি।

এমএসআরএস