এক বিবৃতিতে মার্কিন কোম্পানিটি জানায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।
এর আগে ২০২১ সালে মাইক্রোসফট জানিয়েছিল যে, ব্যবহারকারীরা চাইলে উইন্ডোজ ১১-তেও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবে। এরপরের বছর চালু হওয়ার পর ব্যবহারকারীরা অ্যামাজনের অ্যাপস্টোর ও মাইক্রোসফট স্টোরে থাকা একাধিক অ্যাপ ইনস্টল করতে পারত।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, 'গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমরা সচেষ্ট। যে কারণে প্রতিনিয়ত আমাদের পণ্যে বিভিন্ন অফার যুক্ত হচ্ছে ও পরিবর্তন আসছে। এর মধ্যে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন ও পুরনো পণ্য সরিয়ে নেয়ার মতো বিষয় রয়েছে।’
মাইক্রোসফট সবসময় উন্মুক্ত প্লাটফর্ম ও ইকোসিস্টেম তৈরিতে আগ্রহী বলেও জানান তিনি।