দেশের বাজারে আসুসের নতুন সিরিজের একাধিক ল্যাপটপ

আসুসের নতুন সিরিজের লাপটপ
আসুসের নতুন সিরিজের লাপটপ | ছবি: সংগৃহীত
0

টেকব্র্যান্ড আসুস সম্প্রতি দেশের বাজারে তাদের বেশ কয়েকটি সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে। গত সপ্তাহে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘টেক ব্র্যান্ড আসুস আরওজি আনলিশড’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের বেশ কিছু সিরিজের ল্যাপটপ বাংলাদেশের বাজারের জন্য উন্মোচন করা হয়।

আসুসের নিউ জেনারেশন আরওজি সিরিজ, টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয় এ অনুষ্ঠানে। এ ল্যাপটপগুলোতে আছে এনভিডিয়ার মোস্ট আপডেটেড আরটিএক্স ফিফটি সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)।

আরওজি সিরিজের নতুন ল্যাপটপটি হলো আরওজি স্ট্রিক্স স্কার এইট্টিন, যা মূলত প্রফেশনাল গেমার ও ক্রিয়েটিভ পারফরম্যান্সের জন্যই। এটি আরটিএক্স ফাইভ জির নাইন জিরো জিপিইউসহ বর্তমান বাজারের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ যা কিনতে চাইলে খরচ করতে হবে সাড়ে ৬ লাখ টাকা। পাশাপাশি আরওজি স্ট্রিক্স সিরিজের আরও কিছু মডেল ছিল যেগুলোর দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু।

আরও পড়ুন:

এছাড়াও ছিল আরওজি যেফাইরাস জি ফোর্টিন ও জি সিক্সিটিন। যেগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার ও ৩ লাখ ৮৮ হাজার টাকা। আয়োজনে আরও ছিল টাফ সিরিজের এ ফোর্টিন যার দাম ১ লাখ ৯৪ হাজার টাকা। এ সিক্সটিন ও এফ সিক্সটিন মডেলের ল্যাপটপ। আর এদের দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ ও ১ লাখ ৭০ হাজার টাকা।

এবারের আয়োজনে প্রথমবারের মতন আসুস তাদের ভি সিরিজের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছে। গেমিং ভি সিক্সটিনের দাম ১ লাখ ৬৪ হাজার টাকা। আসুসের পাশাপাশি ছিল টেক ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপস্থিতি।

এফএস