বিশ্বজুড়ে আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেল ‘সিক্সটিন ই’ উন্মুক্তের ঘোষণা দিল অ্যাপল। মাত্র ৫৯৯ ডলারের বিনিময়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোরে পাওয়া যাবে নতুন এ সংস্করণটি। ৬ দশমিক ১ ইঞ্চির ওলেড স্ক্রিনযুক্ত ‘সিক্সটিন ই’ তে রয়েছে অত্যাধুনিক এ-এইটটিন চিপ, অ্যাকশন বাটন, ফেস আইডি ও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা। যদিও ক্যামেরা রয়েছে মাত্র একটি।