চলতি মাসে জাপানে নতুন ফোল্ডেবল উন্মোচন করবে মটোরোলা

চলতি মাসে জাপানে নতুন ফোল্ডেবল উন্মোচন করবে মটোরোলা
চলতি মাসে জাপানে নতুন ফোল্ডেবল উন্মোচন করবে মটোরোলা |
0

রেজর ৫০ডি নামে নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাতে কাজ করছে মটোরোলা। চলতি মাসেই জাপানের বাজারে ডিভাইসটি উন্মোচন করা হবে বলে দেশটির মোবাইল অপারেটর এনটিটি ডকোমো সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ক্ল্যামশেম স্টাইলের রেজর ৫০ডি ডিভাইসটি সম্প্রতি ভারতের বাজারে এনেছে কোম্পানিটি।

গ্রাহকদের আকৃষ্ট করতে রেজর ৫০ডি তে বেশ কিছু ফিচার রয়েছে। এতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডিপ্লাস পিওএলইডি ইনার ডিসপ্লে রয়েছে। যার সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ব্যবহার করা হয়েছে। বাইরের দিকে ৩ দশমিক ৬ ইঞ্চির আরো একটি ডিসপ্লে রয়েছে। মটো রেজর ৫০ তেও এটি ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিতে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এ স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ফোনটিতে ৮ জিবি র‌্যাম ২৫৪৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। এছাড়াও এতে ওয়্যারলেস চার্জিং, আইপিএক্স৮ ওয়াটার রেজিস্ট্যান্স, হাই-রেস অডিও, স্টেরিও স্পিকার এবং উন্নত মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য ডলবি অ্যাটমস দেয়া হয়েছে।

তবে ডিভাইসটির দাম সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এএইচ