গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

সাশ্রয়ীমূল্যের রেজর ফোল্ডেবল আনবে মটোরোলা

চলতি সপ্তাহে ভারতের বাজারে রেজর ৫০ উন্মোচন করতে যাচ্ছে মটোরোলা। এর সঙ্গে শিগগিরই এ মডেলের একটি লাইট ভার্সন বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। গিজমোচায়নায় প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

এইচডিআর টেন প্লাস সার্টিফিকেশন ওয়েবসাইটে মটোরোলা রেজর ৫০এস এর বিষয়ে প্রথম জানতে পারে মাইস্মার্টপ্রাইস। সেখানে নতুন এ ডিভাইস বাজারে আসার পাশাপাশি এর ডিসপ্লে প্রযুক্তির তথ্যও উঠে এসেছে।

এস অক্ষরের মাধ্যমেই প্রথম তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে মটোরোলা লাইনআপে সাশ্রয়ীমূল্যের ডিভাইসের ইঙ্গিত পাওয়া যায়। তবে ডিভাইস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রযুক্তিবিদদের মতে কোম্পানি থেকেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এখন পর্যন্ত রেজর ৫০এস এখনো মিস্টেরি। এতে কী প্রসেসর দেয়া হয়েছে, ক্যামেরা সেটআপ কেমন হবে, ব্যাটারি বা ডিসপ্লে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রেজর ৫০ তে গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষাযুক্ত ৩ দশমিক ৬ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে দেয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সে হিসেবে ৫০এস ডিভাইসে কাছাকাছি বৈশিষ্ট্য থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশারদরা।

গিকবেঞ্চের সার্টিফিকেশন লিস্টে শিগগিরই নতুন স্মার্টফোনটি যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে চলতি সপ্তাহে প্রকাশ্যে আসবে মটোরোলা রেজর ৫০। এতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ইন্টারনাল ফোল্ডেবল পিওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

এছাড়াও এতে ৩ দশমিক ৬ ইঞ্চির ফুলএইচডিপ্লাস পিওএলইডি আউটার ডিসপ্লে দেয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং সর্বোচ্চ ১৭০০ নিটস পিক পর্যন্ত উজ্জ্বলতা সুবিধা দেবে।

মটোরোলার স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর, ৪ হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

ডিসপ্লেতে ব্যবহারকারীরা এইচডিআরটেনপ্লাস, ১০ ব্টি কালার, এলটিপিও প্রযুক্তি ও সর্বোচ্চ ৩০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেবে। ডিভাইসের মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা রয়েছে। এছাড়াও ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড/ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এর মাধ্যমে ফোরকে ইউএইচডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যাবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর