কাউন্টারপয়েন্টের প্রতিবেদন: গত বছর স্মার্টফোন বাজারের শীর্ষে ছিল অ্যাপল

চীনের সাংহাইয়ে অ্যাপল স্টোর
চীনের সাংহাইয়ে অ্যাপল স্টোর | ছবি: সংগৃহীত
0

বৈশ্বিক পর্যায়ে গত বছর স্মার্টফোন বিক্রি ২ শতাংশ বেড়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ক্রমবর্ধমান চাহিদা ও বাজার পরিস্থিতির উন্নয়নের কারণে স্মার্টফোন বিক্রি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর রয়টার্সের।

বাজারের শীর্ষে থাকা ৫ কোম্পানির মধ্যে ২০ শতাংশ হিস্যা নিয়ে সবার শীর্ষে ছিল কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কাউন্টারপয়েন্টের বিশ্লেষক ভারুন মিশ্রার তথ্যানুযায়ী, উঠতি ও মাঝারি আকারের বাজারে চাহিদা বৃদ্ধির পাশাপাশি আইফোন ১৭ সিরিজ বিক্রির মাধ্যমে অ্যাপল নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

১৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল স্যামসাং। আর ১৩ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে ছিল শাওমি।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক বলেন, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজার অনেকটাই স্থিতিশীল হয়ে আসবে। কেননা হত বছর চিপ স্বল্পতার পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশের দামও বাড়তি ছিল। মূলত স্মার্টফোনের পরিবর্তে এআই ডাটা সেন্টার তৈরিতে বেশি মনোনিবেশ করার কারণেই উৎপাদন খরচ ও বিক্রিমূল্য বেশি ছিল।

এএইচ