হংকং-এর বায়োটেক খাতকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশাল পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। বিনিয়োগ সংস্থা হংকং ইনভেস্টমেন্ট কর্পোরেশন স্থানীয় সার্জিক্যাল রোবটিকস স্টার্টআপ, কর্নারস্টোন রোবটিকসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে।
হংকং শুধুমাত্র অর্থনৈতিক কেন্দ্র নয়, বরং প্রযুক্তি ও বায়োটেক শিল্পে স্বাবলম্বী হয়ে উঠার দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এই প্রকল্পে তহবিল সংগ্রহ পর্বে এইচকেআইসি ছাড়াও বিশ্বের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অংশ নেয়। এই বিপুল বিনিয়োগ হংকং সরকারের নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তির উপর আস্থার প্রতিফলন।
উচ্চমান ও সাশ্রয়ী মূল্যে রোবোটিক সার্জারি ব্যবস্থা উদ্ভাবনের লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় কর্নারস্টোন রোবটিকস । নতুন তহবিল সংস্থাটির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। বিশেষত বৃহত্তর চীন এবং আন্তর্জাতিক বাজারগুলোতে।
সংস্থাটির ফ্ল্যাগশিপ পণ্য হলো এন্ডোস্কোপিক সার্জিক্যাল সিস্টেম ‘সেন্টিরে’, যা গত বছর সেপ্টেম্বরে চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাভ করে।
নতুন তহবিল মূলত পরবর্তী প্রজন্মের সার্জিক্যাল রোবটিকস পণ্যের উন্নয়ন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের সফল ক্লিনিক্যাল ট্রায়াল, বিশ্বব্যাপী সার্জিক্যাল রোবটিকসের গ্রহণযোগ্যতা বাড়াতে সংগ্রহ করা হয়েছে।
এই বিনিয়োগটি হংকং-এর বায়োটেক ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল কর্নারস্টোন রোবটিকসকেই বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার সুযোগ দেবে না, বরং হংকংকে প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে।





