যুক্তরাষ্ট্রে নতুন করে এলিয়েনের জল্পনা উস্কে দিয়েছে রহস্যময় উড়ন্ত বস্তু

যুক্তরাষ্ট্রের আকাশে অজানা ইউএপি
যুক্তরাষ্ট্রের আকাশে অজানা ইউএপি | ছবি: সংগৃহীত
0

মার্কিন আকাশে ফের তোলপাড় শুরু হয়েছে রহস্যময় উড়ন্ত বস্তু নিয়ে। সম্প্রতি পেন্টাগনের বার্ষিক রিপোর্টে শত শত আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা বা ইউএপি এর দেখা পাওয়ার ঘটনার উল্লেখ করা হয়েছে। যা নতুন করে এলিয়েনের জল্পনা উস্কে দিয়েছে। মার্কিন উপকূলরেখায় অচেনা কোনো উড়ন্ত বস্তুর সংখ্যা বৃদ্ধির ফলে নিরাপত্তা নিয়ে আমেরিকা।

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আকাশে উড়তে দেখা গেছে ঊর্ধ্বগতিতে ছুটে চলা কিছু রহস্যময় বস্তু। বিচিত্র আকারের নভোযানের মত দেখতে এগুলো। দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বৈমানিক থেকে শুরু করে সাধারণ মানুষ, এ রহস্যময় উড়ন্ত যান দেখার কথা বলেছেন। কিন্তু রহস্য রহস্যই রয়ে গেল।

পেন্টাগনের রিপোর্ট অনুসারে, ২০২২ সাল থেকে প্রায় ৩০,০০০ ইউএপি রেকর্ড করেছে, যার মধ্যে ২০২৫ সালের আগস্ট থেকে ৯,০০০টি পানির নিচে এবং তীরের কাছাকাছি দেখা গেছে। বিশেষত, ২০২৪ সালে নিউ ইয়র্কের উপকূল রেখায় আটলান্টিক মহাসাগরের ওপর একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি চোঙাকৃতির ইউএফও-এর মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়েছিল।

বিমানের কর্মীরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) এ বিষয়ে রিপোর্ট করেছেন। এতে আরও বলা হয়, ভিনগ্রহী যান দেখতে পাওয়ার ১৮টি দাবি আমেরিকার অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাছাকাছি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা এ ইউএপি গুলোকে দ্রুত গতিশীল, চালিত বস্তু হিসাবে বর্ণনা করেছেন। যা বাতাস এবং পানির মধ্যে স্থানান্তরিত হতে সক্ষম আবার কখনও কখনও কোন চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়।

মার্কিন সরকার দীর্ঘদিন ধরে ভিনগ্রহের অস্তিত্ব সংক্রান্ত তথ্য গোপন করছে— এমন অভিযোগের মধ্যেই কংগ্রেস এই বিষয়ে শুনানি করেছে। সামরিক পাইলট ডেভিড গ্রাশসহ অবসরপ্রাপ্ত নৌসেনা রায়ান গ্রেভস এই শুনানিতে দাবি করেছেন, ইউএপি বা ইউএফও-এর প্রযুক্তি বর্তমান বৈজ্ঞানিক যুক্তির বাইরে।

সাধারণ মানুষ প্রায়ই উজ্জ্বল গ্রহ, পাখি বা বেলুন দেখে ভুল করে ইউএফও মনে করলেও, পেন্টাগনের মতো সরকারি সংস্থার এই ধরনের রিপোর্ট আকাশে নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার জন্য বড় প্রশ্ন তুলেছে। এ রহস্যের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত এখনও চলছে।

এএইচ