ডেটা সেন্টারের তাপ ব্যবহার করে শহর উষ্ণ রাখবে ফিনল্যান্ড

ফিনল্যান্ডের ডেটা সেন্টার
ফিনল্যান্ডের ডেটা সেন্টার | ছবি: সংগৃহীত
0

শীতকালে শহর উষ্ণ রাখতে ডেটা সেন্টারের তাপ ব্যবহার করবে ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফিনল্যান্ড সম্প্রতি এমন এক ব্যবস্থা চালু করেছে, যেখানে মাটির নিচে স্থাপিত ডেটা সেন্টার থেকে নির্গত তাপ ব্যবহার করে শহরকে পুরোপুরি উষ্ণ রাখবে।

এ ডেটা সেন্টারের ফলে শীতকালে শহর উষ্ণ রাখার জন্য আর কোনো অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হবে না। ডেটা সেন্টার মূলত বিপুল পরিমাণ কম্পিউটার সার্ভার সমষ্টি, যা সারা বছর একটানা কাজ করার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে।

আরও পড়ুন:

পূর্বে ডেটা সেন্টারের এ তাপ পরিবেশে ছেড়ে দেওয়া হতো, যা মূলত শক্তির অপচয়। কিন্তু সম্প্রতি ফিনল্যান্ডের এ ভূগর্ভস্থ ডেটা সেন্টারগুলিকে একটি অ্যাডভান্সড ‘ডিস্ট্রিক্ট হিটিং সিস্টেম’ এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে ফসিল ফুয়েল ও অন্যান্য ইলেকট্রিক হিটিং ব্যবস্থার ওপর নির্ভরতা কমে কার্বন ফুটপ্রিন্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

এফএস