ডেটা সেন্টারের তাপ ব্যবহার করে শহর উষ্ণ রাখবে ফিনল্যান্ড
শীতকালে শহর উষ্ণ রাখতে ডেটা সেন্টারের তাপ ব্যবহার করবে ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফিনল্যান্ড সম্প্রতি এমন এক ব্যবস্থা চালু করেছে, যেখানে মাটির নিচে স্থাপিত ডেটা সেন্টার থেকে নির্গত তাপ ব্যবহার করে শহরকে পুরোপুরি উষ্ণ রাখবে।