হংকং শেয়ারবাজারে আসছে চীনা রোবট নির্মাতা অ্যাজিবট

অ্যাজিবট
অ্যাজিবট | ছবি: সংগৃহীত
0

চীনা রোবট নির্মাতা অ্যাজিবট আগামী বছর হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, তাদের ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের আনুমানিক মূল্যায়ন ৪০ থেকে ৫০ বিলিয়ন হংকং ডলারে পৌঁছাতে পারে।

সাংহাই-ভিত্তিক এই কোম্পানিটি আইপিওর মাধ্যমে তাদের মোট শেয়ারের ১৫ থেকে ২৫ শতাংশ বাজারে ছাড়তে পারে বলে জানা গেছে। এ তালিকাভুক্তির প্রক্রিয়া পরিচালনার জন্য অ্যাজিবট চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন লিমিটেড এবং সিআইটিআইসি সিকিউরিটিজকে নিযুক্ত করেছে। পাশাপাশি, মরগান স্ট্যানলির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এ প্রচেষ্টায় যুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন:

অ্যাজিবটের এ উদ্যোগকে বেইজিং-এর জাতীয় কৌশল এবং ক্রমবর্ধমান আঞ্চলিক প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। চীন তার দ্রুত বয়স্ক হতে থাকা জনসংখ্যা মোকাবিলায় অটোমেশন এবং রোবোটিক্সের ব্যবহার বাড়াতে জোরালো চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে হংকংয়ের রোবোটিক্স খাত ক্রমশ নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

উল্লেখযোগ্যভাবে, অ্যাজিবট যদি সফলভাবে তালিকাভুক্ত হয়, তবে এটি ইউবিটেক রোবোটিক্সের পর হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্বিতীয় হিউম্যানয়েড রোবট কোম্পানী হবে।

অ্যাজিবটে এরইমধ্যে টেনসেন্ট এবং হংশ্যান ক্যাপিটাল গ্রুপের মতো বড় বিনিয়োগ রয়েছে। এ শক্তিশালী বিনিয়োগকারীদের উপস্থিতি এবং বাজারের অনুকূল পরিস্থিতি অ্যাজিবটের আইপিও পরিকল্পনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

ইএ