বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার অর্জন করেছেন। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহিষ্ণু এবং সহজে স্থানান্তরযোগ্য ‘খুদি বাড়ি’ ডিজাইন করার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। তিনি প্রথম বাংলাদেশি স্থপতি যিনি দ্বিতীয়বারের মতো এ পুরস্কারে ভূষিত হলেন।
আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখাস্তানের বিসকেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেরিনা তাবাসসুমের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
এর আগে, স্থপতি মেরিনা তাবাসসুম একই পুরস্কার অর্জন করেছিলেন ঢাকার বাইতুর রউফ মসজিদের অনন্য নকশার জন্য জন্য। সেবার তিনি আধুনিক স্থাপত্যের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা লাভ করে।