তবে চলতি বছরই ভারতে আসতে চান বলে জানিয়েছেন মার্কিন এই ধনকুবের। কিন্তু জানানো হয়নি দিনক্ষণ। জানা গেছে, ২১ এপ্রিল ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা ছিল ইলন মাস্কের।
এছাড়া টেসলার নতুন একটি ফ্যাক্টরি চালু করাসহ নয়া দিল্লিতে ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়ার কথা ছিল এই ব্যবসায়ীর।
স্থানীয় পর্যায়ের উৎপাদনে বিনিয়োগ করলে আমদানি করা গাড়ির ওপর উচ্চ শুল্ক কমানো হবে। ভারত সরকারের এমন নীতির পরেই দেশটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল টেসলা।