চলতি বছরের শেষে বড় ধরনের লোকসান গুনতে হতে পারে ইলন মাস্কের মালিকানাধীন এক্সের (সাবেক টুইটার)। আর এই অংকটাও নেহায়েত কম নয়, ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞাপনের আয় থেকে আপাতত এই অংকটা বাদ দিতে হতে পারে মাস্ককে। এমনই সংবাদ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
এরই মাঝে ওয়াল্ট ডিজনি এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারি এক্সে তাদের বিজ্ঞাপন স্থগিত রেখেছে। শুধু এই দুটো কোম্পানিই নয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এয়ার বিএনবি, অ্যামাজন, কোকাকোলা এবং মাইক্রোসফটের এর মতো বড় বড় প্রতিষ্ঠান তো বটেই, ২০০ টিরও বেশি কোম্পানি আছে বিজ্ঞাপন বন্ধের এই তালিকায়। যার মধ্যে অনেকগুলো কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিজ্ঞাপন থামিয়ে দেয়ার চিন্তা করছে।
এর আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজ্ঞাপনের পাশে বিভিন্ন ইহুদি বিদ্বেষী পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। সামাজিক যোগাযোগমাধ্যমটির অভিযোগ, ‘মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকা’ নামের সংস্থাটি এক্সকে ‘ধ্বংস’ করার উদ্দেশ্যে অপপ্রচার ছড়াচ্ছে।
গত সপ্তাহে মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এক্সে বিভিন্ন পোস্টের পাশে বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে নাৎসিবাদকে সমর্থন জানানো হয়েছে। এছাড়া, স্বয়ং মাস্কের বিরুদ্ধেও এই প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন সময়।
২৪ নভেম্বর দ্য নিউ ইয়র্ক টাইমসের এর কাছে এক্স বলেছে, কিছু বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটি ছেড়ে দেয়ার কারণে ১১ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব ঝুঁকির মধ্যে ছিল।
২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে বিজ্ঞাপনদাতারা এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছেন। নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর মতে, মাধ্যমটিতে তীব্র ঘৃণামূলক বক্তব্য বেড়েছে।
ইলন মাস্ক দায়িত্ব নেবার পর প্লাটফর্মটিতে মার্কিন বিজ্ঞাপন আয় কমেছে ৫৫ শতাংশ।