মালয়েশিয়ায় অভিন্ন মানদণ্ডে রিক্রুটিং এজেন্ট নির্বাচনের সিদ্ধান্ত

মালয়েশিয়ায় কাজ করছে প্রবাসী বাংলাদেশিরা
মালয়েশিয়ায় কাজ করছে প্রবাসী বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আগে বাংলাদেশের তুলনায় অন্য দেশের রিক্রুটিং এজেন্সিগুলো বেশি সুযোগ পেলেও এবার অভিন্ন মানদণ্ডে রিক্রুটিং এজেন্ট ঠিক করবে দেশটি। এজন্য এজেন্সিগুলোকে দশটি মানদণ্ড বেধে দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এরআগে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ উল্লেখ করে দূতাবাসকে চিঠি লিখে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমার কর্মী প্রেরণের ক্ষেত্রে এবার সমান সুযোগ পাবে।

এতোদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের রিক্রুটিং এজেন্সির তুলনায় বাংলাদেশের এজেন্সিগুলো কম সুবিধা পেতো। যার ফলে কর্মী পাঠাতে গিয়ে ভোগান্তি পোহাতে হতো বাংলাদেশি এজেন্সিগুলোকে।

তবে এখন থেকে অন্য দেশের মতোই সমান সুযোগ পাবে বাংলাদেশি এজেন্সিগুলোও। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ও কাজে নিয়োগের সুবিধার্থে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংখ্যা যৌক্তিক করতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার থেকে কর্মী নিতে ১০টি বাধ্যতামূলক মানদণ্ড বেঁধে দিয়েছে মালয়েশিয়া। এতে করে অভিন্ন মানদণ্ডে অন্যদেশের মতো কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশও। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ তালিকা মানবসম্পদ মন্ত্রণালয়ের কাছে পাঠাতে অনুরোধ করেছে দেশটি।

আরও পড়ুন:

মালয়েশিয়ার দেওয়া মানদণ্ডে জানানো হয়, বেসরকারি রিক্রুটিং এজেন্টের ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার পর ন্যূনতম ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। একই সময়ে কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর প্রমাণপত্র, তিনটি ভিন্ন ভিন্ন গন্তব্যে কর্মী পাঠানো ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে।

এ ছাড়া রিক্রুটিং এজেন্সির ১০ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট স্থায়ী অফিস, অবকাঠামোগত সুবিধা, সদাচরণের সনদ, অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত না থাকার রেকর্ড, আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধা, দিকনির্দেশনা ও এজেন্সির অনুকূলে আলাদা ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র চাওয়া হয়। পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে গন্তব্য দেশের নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলি আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণপত্রও জমা দিতে হবে।

মালয়েশিয়ার দেওয়া শর্তপূরণকারী রিক্রুটিং এজেন্টগুলো দেশটিতে কর্মী প্রেরণের জন্য তালিকাভুক্ত হবে। ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টগুলোকে তাই আগামী ০৭ নভেম্বর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা করতে আহবান করা হয়েছে।

এফএস