মালয়েশিয়ায় চুক্তিভঙ্গ-হয়রানির শিকার ১৮০ বাংলাদেশি; কর্মবিরতি পালন

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক
বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক | ছবি: সংগৃহীত
0

মালয়েশিয়ায় কর্মরত ১৮০ বাংলাদেশি শ্রমিক চুক্তিভঙ্গ, হয়রানি ও আর্থিক বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। শ্রমিকদের দাবি, কোম্পানি একাধিক লিখিত প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা গভীর অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন। এতে ক্ষুব্ধ কর্মীরা বুধবার (২৩ অক্টোবর) থেকে কর্মবিরতি পালন করছেন।

শটির নিলায়ে অবস্থিত হাই-টেক সিরামিক ডিপিং ফর্মার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসেরামের প্রতি তাদের এসব অভিযোগ।

চুক্তি অনুযায়ী, ১৩ অক্টোবরের মধ্যে তাদের ভিসা প্রদান, পাসপোর্ট ফেরত এবং ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল।

আরও পড়ুন:

তবে কোম্পানি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ বাংলাদেশি কর্মীদের। এরই মধ্যে ৪০ কর্মীকে নগদ অর্থে নিয়োগ ফি পরিশোধ করা হলেও বাকি ১৪০শ্রমিক এখনো কোনো অর্থ পাননি।

ইএ