'একাত্তর এ দেশের মানুষকে স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে'

.
প্রবাস
0

লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইফতার ও আলোচনা সভা আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ হযরত আলী খান।

'বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি।'

লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ হযরত আলী খান বলেন, ৭১ এ দেশের মানুষকে স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে।

পূর্ব লন্ডনের রেস্তোরাঁ লাবিস বাইটসে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক মন্ত্রী, কূটনীতিক, মেয়র, স্পীকার, কাউন্সিলর, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এসএইচ