যুক্তরাজ্যের লিডসে প্রবাসী বাংলাদেশিদের বসন্তবরণ উৎসব উদযাপিত

0

যুক্তরাজ্যের লিডসে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বসন্ত উদযাপিত। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কাব্যশীলনের উদ্যোগে বসন্তবরণ উৎসবে যোগ দেন স্থানীয় ব্রিটিশ নাগরিকরাসহ ভিনদেশি শিল্পীরা।

বসন্তের স্নিগ্ধ আগমনে যুক্তরাজ্যের লিডসে উদযাপিত হলো ভিন্ন আঙ্গিকের এক বসন্তবরণ উৎসব। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কাব্যশীলনের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি লিডসের একটি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে তীব্র ঠান্ডা আবহাওয়ার মাঝেও বসন্তবরণে লিডস শহরের চারিদিকে যেন হলুদের মেলা, হলুদ রঙের ছোঁয়া। বসন্তের সাজে নারীরা পরেছেন বাসন্তী রঙের শাড়ি আর হাতে রেশমি চুড়ি। পুরুষরা সেজেছে রঙিন পাঞ্জাবি আর ফতুয়ায়। বসন্ত বরণ উপলক্ষ্যে রঙিন পোশাকে দেশীয় আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।

দেশীয় পোশাক আর খাবারের আয়োজনের পাশাপাশি উৎসবের মঞ্চে সংগীত, নৃত্য, আবৃত্তির পরিবেশনা নিয়ে আসেন দেশি-বিদেশি শিল্পীরা। লিডস ও আশপাশের শহর থেকে বাঙালি ও ভিনদেশি দর্শক আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে ইউক্রেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী একাসহ বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন।

বাংলা সংস্কৃতির আয়োজন হলেও বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণ ও পরিবেশনা এক অনন্য সেতুবন্ধন তৈরি করে।

লিডসের প্রখ্যাত উপশাস্ত্রীয় সংগীতশিল্পী সুমনা বসু, সংগীতশিল্পী সৈয়দ হাসান, ওড়িশি নৃত্যশিল্পী জয়তী পাল, ধ্রুপদী ও লোকনৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সুচিতা ও অর্জিতা দাশ তাদের পরিবেশনায় মুগ্ধ করেন।

বহু বর্ণে বর্ণিল, আলোক উজ্জ্বল, ঋতুরাজ বসন্তকে বরণ করতে উৎসবে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লিডসে এসে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা।

এএম