আলবেনিয়া থেকে ইতালিতে ফেরত পাঠানো হলো ৪৩ অভিবাসীকে

.
প্রবাস
0

আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে ৪৩ অভিবাসীকে। যাদের সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক। রোম আদালতের নির্দেশে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেরত পাঠানো হয় তাদের।

বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। গত সপ্তাহে ৪৯ অবৈধ অভিবাসীকে আলবেনিয়া পাঠায় জর্জিয়া মেলোনির ইতালি সরকার।

ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে পারি জমানো অবৈধ অভিবাসীদের রুখতেই তার এ পদক্ষেপ।

আলবেনিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী, আটক হওয়া অবৈধ অভিবাসীদের পাঠানো হবে তাদের দেশে। তবে আদালতে নির্দেশে বড় ধাক্কা ইতালির সরকারের এ পদক্ষেপ।

ইএ