প্রবাস
0

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) দেশটির ইপু রাজ্যের একটি নির্মাণাধীন ভবনের স্টিলের ফ্রেম থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের বয়স ৪৩ বছর হলেও তার নাম পরিচয় বা বিস্তারিত তথ্য জানা যায় নি। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে এই দুর্ঘটনার বিষয়ে একটি ফোর কল পান তারা।

পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে দমকলকর্মীরা ওই বাংলাদেশিকে অচেতন অবস্থান দেখতে পান। তাকে সিপিআর দেয়া হলেও বাঁচানো সম্ভব হয় নি। পরবর্তী ব্যবস্থা নিয়ে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এএইচ