প্রবাস
0

নতুন বছরে ভালে কিছুর প্রত্যাশা ইতালি প্রবাসীদের

বছর শেষে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনুযায়ী তেমন কিছুই হয়নি বললেই চলে। পুরোনো বছরের ব্যর্থতা মুছে নতুন বছরে ভালো কিছু করার আশা তাদের।

ক্যালেন্ডারের পাতা উল্টে আসছে নতুন বছর। গোটা পৃথিবীর নানা ঘটন-অঘটনের সাক্ষী হয়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে ২০২৪ সাল।

বিদায়ী বছরে কেমন ছিলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা? প্রবাস জীবনের পরিবর্তনই বা কতটুকু!

এক প্রবাসী বলেন, ‘২০২৪ সালে আমি ইতালিতে নতুন এসেছি। অনেক আশা নিয়ে পরিবার-পরিজনকে সুখে রাখার জন্য প্রবাসে এসেছি। আসলে আমাদের যে স্বপ্নের ইতালি সেটা অনেক বাধ্যবাধকতার কারণে পূরণ হয় নি।’

আরেক প্রবাসী বলেন, ‘আমাদের প্রবাস জীবন কষ্টেরই। সব প্রাপ্তিই যে আসবে এরকম না। এভাবেই আমাদের প্রবাস জীবন কাটাতে হবে।’

বছর শেষে প্রাপ্তির প্রশ্নে, স্বজনদের হাসিমাখা কণ্ঠস্বরই প্রতিটি প্রবাসীর বড় অর্জন বলে মনে করেন তারা। পরিবর্তন আসুক বা না-ই আসুক নতুন ধাঁচে নিজেকে সাজিয়ে নিয়ে প্রবাসীরা বদলে দিতে চায় দেশের অর্থনীতি।

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীর চরিত্রগুলো ভিন্ন হলেও অভিন্ন তাদের গল্পকথা। স্বপ্ন আর বাস্তবতার মুখোমুখি জীবন যুদ্ধে, ২০২৫ সালে রঙিন স্বপ্ন পূরণের প্রত্যাশায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

এএইচ