নানা ধরনে জ্যাকেট, সোয়েটার, কম্বল ও শিশুদের পোশাকে সয়লাব সৌদি আরবের বেশিরভাগ মার্কেট। এরইমধ্যে দেশটিতে শুরু হয়েছে শীতের আমেজ।
রাজধানী রিয়াদ, জেদ্দা ,দাম্মাম, আল-গাছিম, মক্কা ,মদিনার মার্কেটগুলোতেও ক্রেতাদের পছন্দসই পোশাক উঠিয়েছেন বিক্রেতারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে প্রতিটি দোকানে বিক্রি হয়ে এক থেকে দুই লাখ টাকা। এবারও বেচাবিক্রি ভালোর প্রত্যাশা তাদের।
একজন বিক্রেতা বলেন, 'আমাদের অনেক কালেকশন আছে। সস্তা দামে আছে। বিভিন্ন দামের আছে। বিভিন্ন ডিজাইনের জ্যাকেট আছে।'
বড় শপিংমলসহ বিভিন্ন শহরের রাস্তার পাশের ছোট ছোট দোকানগুলোতেও জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। অল্প দামে পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও।
একজন ক্রেতা বলেন, 'আমি প্রতিবছর শীতে এসব দোকান থেকে জ্যাকেট কিনতে আসি। পরিবারের সবার জন্যও কিনি। কমদামে পাওয়া যায় এখানে।'
সৌদি আরবের বিভিন্ন মার্কেটে ১০ থেকে ১০০ রিয়ালেই মিলবে শীতের নানা ধরনের পোশাক।