প্রবাস
0

অভিযোগের ৫ দিনেই বকেয়া বেতনের আংশিক পেল মালয়েশিয়া প্রবাসীরা

শোষণ, নির্যাতনসহ নিয়মিত বেতন না পাওয়া এসব অভিযোগ প্রায়ই পাওয়া যায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের থেকে। দেশটির একটি কারখানায় কর্মরত ২০০ বাংলাদেশি বেতন বকেয়ার অভিযোগ জানায় হাইকমিশনে। অভিযোগ পাওয়ার পাঁচ দিনের মধ্যেই আংশিক বেতন পেতে সহায়তা করেছে বাংলাদেশ মিশন।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত বিষয়ে অবগত হয়ে মিশন গত ২ সেপ্টেম্বর কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের পক্ষ হতে ৯ জন কর্মীকে নিয়ে হাইকমিশনে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উভয় পক্ষের বক্তব্য মনযোগ সহকারে শুনে সমস্যার কারণ ও তা সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে শুক্রবার (৭ সেপ্টেম্বর) বকেয়া বেতনের আংশিক পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয় এবং কোম্পানির সভাকক্ষে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে বকেয়া বেতনের আংশিক হিসেবে তিন লাখ রিঙ্গিত প্রদান করা হয়।

এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কোম্পানির চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলেও জানিয়েছে মিশন। কোম্পানির পক্ষ হতে অবশিষ্ট বকেয়া বেতন হাইকমিশনে প্রদত্ত প্রতিশ্রুত সময়ে পরিশোধ করার নিশ্চয়তা দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কোম্পানি ও বাংলাদেশি কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বেতন আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় মিশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন প্রবাসীরা।

ইএ