অভিযোগের ৫ দিনেই বকেয়া বেতনের আংশিক পেল মালয়েশিয়া প্রবাসীরা
শোষণ, নির্যাতনসহ নিয়মিত বেতন না পাওয়া এসব অভিযোগ প্রায়ই পাওয়া যায় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের থেকে। দেশটির একটি কারখানায় কর্মরত ২০০ বাংলাদেশি বেতন বকেয়ার অভিযোগ জানায় হাইকমিশনে। অভিযোগ পাওয়ার পাঁচ দিনের মধ্যেই আংশিক বেতন পেতে সহায়তা করেছে বাংলাদেশ মিশন।