প্রবাস
0

ইতালিতে রেকর্ড সংখ্যক পর্যটক আসলেও প্রত্যাশা পূরণ হয়নি

ইতালিতে এবছর রেকর্ডসংখ্যক পর্যটক আসলেও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখছেন না প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তাই আশায় বুক বেঁধে আছেন আগামীর দিনগুলোর দিকে।

সমৃদ্ধ ইতিহাস, শৈল্পিকতা এবং বহু শতাব্দীর বিস্তৃত সুতোয় বোনা চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর ইউরোপের দেশ ইতালি। তাই তো দেশটি বরাবরই বিশ্বের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। প্রতিবছর এখানে ভিড় করেন লাখ লাখ পর্যটক।

পর্যটননির্ভর ইতালিতে বছরে সবচেয়ে বেশি ব্যবসা হয় গ্রীষ্মে। চলতি বছরের শুরু থেকে রেকর্ড পর্যটক আসলেও প্রত্যাশা অনুযায়ী লাভের অঙ্ক মেলাতে পারছেন না ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান খান খশরু বলেন, '২০২৪ সালে অনেক ট্যুরিস্ট এসেছে কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবসা হচ্ছে না। আমরা আশা করছি সামনে ব্যবসায় লভ্যাংশ দেখতে পারবো। সেই সাথে ২০২৫ সালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।'

এ অবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা তাকিয়ে আছেন ২০২৫ সালে ভ্যাটিকান সিটির গুরুত্বপূর্ণ উৎসব জুবেলির দিকে।

ব্যবসায়ী মাহফিজুল ইসলাম রাসেল বলেন, 'গত বছরের মতো ব্যবসা এবার হচ্ছে না। তারপরও আমরা আশাবাদী। কারণ, প্রতি ২৫ বছর পর পর ভ্যাটিকান খুলে দেওয়া হয়। সেই জুবেলিতে বিভিন্ন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এখানে আসেন। আমরা সবাই সেই আশায় আছি।'

পর্যটকদের উপর শুধু ইতালির অর্থনীতি নয়, নির্ভর করে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহও। তাই বছরের বাকিটা সময় পর্যটক বাড়ার প্রত্যাশা বাংলাদেশি ব্যবসায়ীদের।

এভিএস