জমকালো সাজে সেজেছে রাজধানী রোমের ফ্যাশন হাউজগুলো। বাহারী ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা।
প্রবাসী ক্রেতাদের একজন বলেন, 'দেশের মতো আমরা ইতালিতেও ঈদ উদযাপন করে থাকি।'
যদিও অন্যান্য বছরের তুলনায় এবার বেচা বিক্রি কিছুটা কম। তবে শেষ মুহূর্তে পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন পোশাক ব্যবসায়ীরা।
ইতালির রোমের রোজ ফ্যাশন হাউজ সত্ত্বাধিকারী শাহাদাত হোসেন রনি বলেন, 'তবে আমরা আশাবাদী ঈদের দুই একদিন আগে বিক্রি বাড়বে।'
প্রবাস জীবনে দেশীয় পোশাক কিনতে পেরে আনন্দিত ক্রেতারা।
আরেকজন ক্রেতা বলেন, 'বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, নিজের জন্য ঈদের শপিং শেষ করলাম।'
গ্রীষ্মের আর ঈদের ছুটি মিলে যাওয়ায় দেশে ঈদ করতে যাচ্ছেন ইতালি প্রবাসীদের একটি বড় অংশ। এতে পোশাক ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও জোয়ার এসেছে ট্রাভেল ও অর্থ প্রেরণকারীদের ব্যবসায়।
কেউ ফিরবেন পরিবারের কাছে। কেউ আবার প্রবাসেই কাছের মানুষ ও বন্ধুদের নিয়ে উপভোগ করবেন ঈদের আনন্দ। বিক্রি আর লাভের অংকটা না মিললেও সৌহার্দ্যের উৎসবে মাতবেন সবাই।