দেশে এখন
প্রবাস
0

কিরগিজস্তানের ঘটনায় ঢাকার নিন্দা, শিক্ষার্থী ফিরিয়ে আনার চেষ্টা

শনিবার রাত থেকে কিরগিজস্তানের বিশকেকের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শহরজুড়ে থমথমে অবস্থা। নিরাপত্তাহীনতায় বাইরে বের হচ্ছে না দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা। চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের দেশে ফেরানোর কথাও ভাবছে সরকার।

গত ১৬ মে রাতে হামলা হলে প্রথমে ভারতীয় দূতাবাসকে ফোনে জানায় এক শিক্ষার্থী। ভারতীয় দূতাবাস বিশকেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে। পাকিস্তানও ১৪০ শিক্ষার্থীকে ধাপে ধাপে ফেরত নিতে শুরু করেছে।

তবে কিরগিজিস্তানের আবাসিক দূতাবাস না থাকায় সমস্যায় পড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা। উজবেকিস্তানের বাংলাদেশের দূতাবাস থেকে যোগাযোগ করতেই গড়িয়ে যায় দু'দিন।

এমন অবস্থায় দেশে ফিরতে চান বিশকেকের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের একজন জানান, 'আমরা আপাতত বাংলাদেশে নিরাপদে ফিরতে চাই। অলরেডি পাকিস্তানি অনেকে চলে গেছে, ইন্ডিয়ানরাও যাচ্ছে। আমরাও যাওয়ার উদ্যোগ নিয়েছি।'

তবে গতরাত থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি ডা. জেরিত। শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা না করারও পরামর্শ তার।

বিশকেকের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশি কোন শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস থেকে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, 'উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। তাকে সেখানে যেতে বলেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। কিরগিজস্থান জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।'

এমন অবস্থায় কিরগিজস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের দেশে ফেরানোর কথাও ভাবছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। যদিও কোন প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হবে তা এখনো ঠিক হয়নি।

এসএসএস