প্রবাস

সৌদিতে ঈদ আয়োজনে বাংলাদেশি পরিবেশনা

সৌদি সরকার আয়োজিত ঈদ ফেস্টিভ্যালে মঞ্চস্থ হলো বাংলাদেশি নাটক ও গান। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে জড়ো হন সৌদিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা।

সৌদি আরবের পর্যটন শহর শিফা ওয়াদী আল রীমে দুই দিনব্যাপী ঈদ ফেস্টিভ্যালে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতিকে। প্রবাস বাংলা ব্যান্ডের শিল্পীরা মাতিয়ে তোলেন মঞ্চ। নেচে গেয়ে উচ্ছ্বাসে মাতেন প্রবাসীরা।

পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে আসেন সৌদির নাগরিকসহ ভারত, নেপাল, ইন্দোনেশিয়াসহ বাংলাদেশি প্রবাসীরা। রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করে 'অল্পবিদ্যা ভয়ঙ্কর' ও 'রেমিট্যান্স যোদ্ধা' নামে দুটি নাটক।

সাংস্কৃতিক কর্মীরা বলেন, আমরা সবাই খুব উৎফুল্লতার সাথে এখানে পরিবেশন করেছি। আয়োজন খুবই ভালো লেগেছে। রিয়াদ-বাংলাদেশ থিয়েটারকে ধন্যবাদ জানাই এমন প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। এ ধরনের অনুষ্ঠানগুলো বেশি বেশি হওয়া দরকার।

ঈদ ফেস্টিভ্যালে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিলো বাংলাদেশি খাবার ও রকমারি পণ্যের দোকান। ছিলো শিশুদের জন্য খেলাধূলার আয়োজন।

২০৩০ ভিশন বাস্তবায়নে পর্যটন খাতকে বিকশিত করতে দেশটির বিভিন্ন শহরে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে সৌদি সরকার। মেলায় প্রবেশের টিকিট মূল্য ছিল ২০ রিয়াল।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর